কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেলচালক এইচএসসি পরীক্ষার্থী সুফিয়ান আহমেদ সাইফ (১৮) মারা গেছে। শনিবার (১২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে শেষ নি:শ্বাস ত্যাগ করে সে।
সাইফ দক্ষিণ সুরমার মোগলাবাজার হাজিগঞ্জ এলাকার ধরমপুর গ্রামের সেলিম আহমেদের একমাত্র ছেলে ও দক্ষিণ সুরমার মনির আহমদ একাডেমির ছাত্র। সে এবারের এইচএসসি পরীক্ষার্থী।
ফেঞ্চুগঞ্জস্থ তার নানাবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে সে।
মৃত্যুর বিষয়টি কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন মোগলাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম সাইস্তা।
নিহতের পরিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকাল ৫টার দিকে সাইফ, তার মা ও বোন তাদের ফেঞ্চুগঞ্জস্থ নানা বাড়ি থেকে ফিরার সময় সাইফ মোটরসাইকেল চালিয়ে আসছিলো এবং তার মা ও বোন পেছনে সিএনজিচালিত অটোরিকশাযোগে আসছিলেন। পথিমধ্যে ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা ইউনিয়নের উত্তর কুশিয়ারা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সামনে আসামাত্র সিলেট থেকে যাওয়া একটি প্রাইভেটকারের সঙ্গে সাইফের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে সে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের পাশে একটি ঝোপের মধ্যে গিয়ে পড়ে। এসময় মোটরসাইকেলের বাম্পার ভেঙে হাত ভাঙে, চোখে আঘাত পায় ও পেটে ঢুকে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট মহানগরের সোবহানীঘাটস্থ একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। সেখানে আইসিইউ-তে থাকা অবস্থায় রাত ১টার দিকে মারা যায় সাইফ।