সিলেট সীমান্তে মিললো ৭০ লাখ টাকার চোরাই কফি 

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের জৈন্তাপুর সীমান্তে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যৌথ অভিযানে অবৈধ পথে আসা প্রায় ৭০ লাখ টাকার ভারতীয় কফি জব্দ করা হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) রাতে এ অভিযান পরিচালনা করা হয়। 

বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়- জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকায় একটি সন্দেহজনক স্থান ঘিরে তল্লাশি চালানো হয়। পরে সেখানে পরিত্যক্ত অবস্থায় ৬৯ লাখ ৯৪ হাজার ৪০০ টাকার ১ হাজার ৯২৮ কেজি ভারতীয় কফি পাওয়া যায়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।