সুনামগঞ্জে পুকুর থেকে লা শ উদ্ধার

কওমি কণ্ঠ রিপোর্টার, সুনামগঞ্জ :

সুনামগঞ্জের দিরাইয়ে পুকুর থেকে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয়রা বলছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে দিরাই পৌরশহরের বাসস্ট্যান্ড সংলগ্ন ডা. রাসেন্দ্র কুমার তালুকদারের পুকুরে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

নিহত ব্যক্তি উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মৃত কছির আলীর ছেলে কাইয়ুম (৪০)। 

স্থানীয় বাসিন্দা শাহিন মিয়া জানান, কাইয়ুম মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং তিনি গত দুইদিন ধরে নিখোঁজ ছিলেন।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।