কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে মহানগরের কাজলশাহ সোনারবাংলা আবাসিক এলাকার একটি কলোনি থেকে লাশটি উদ্ধার করে সিলেট কোতোয়ালি থানাধীন লামাবাজার ফাঁড়ির পুলিশ।
প্রাথমিকভাবে পুলিশ বলছে- এটি একটি আত্মহত্যার ঘটনা।
আত্মহত্যাকারী মকবুল আলী দীর্ঘদিন ধরে সিলেটে একাই থাকতেন। তাঁর মূল বাড়ি চাঁদপুরে। তিনি সিলেটে ভ্রাম্যমাণ পান-সিগারেট ব্যবসায়ী ছিলেন।
লাশ উদ্ধারের বিষয়টি কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।