কওমি কণ্ঠ রিপোর্টার :
একটি রাজনৈতিক মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতা।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এ আদেশ দেন আদালত।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালে সিলেটের এয়ারপোর্ট থানায় দায়েরকৃত মামলায় বেকসুর খালাস পেয়েছেন তারা।
মামলা থেকে মুক্তি পাওয়ার বিষয়টি কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপর প্রচার সম্পাদক লোকমান আহমদ। তিনিও ওই মামলার আসামি ছিলেন।
তিনি বলেন- আলহামদুলিল্লাহ, ৩৮/১৬ জননিরাপত্তা আদালত থেকে ফ্যাসিস্টদের দায়েরকৃত মিথ্যা মামলা থেকে সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ভাইসহ শতাধিক নেতা আজকে বেকসুর খালাস পেয়েছি। সত্যের জয় অবশ্যম্ভাবী।