কওমি কণ্ঠ ডেস্ক :
দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ’র নবগঠিত সিলেট মহানগর পূর্ণাঙ্গ কমিটির প্রকাশ ও পরিচিতি সভা আজ বুধবার (৯ জুলাই) অনুষ্ঠিত হবে।
বিকাল ৩টায় সিলেট মহানগরের দরগাহ গেইটস্থ হোটেল স্টার প্যাসিফিকে আড়ম্বর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন মহানগর কমিটির দায়িত্বশীলরা। সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন তারা।
এদিকে, মঙ্গলবার (৮ জুলাই) রাতে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন সদ্য কেন্দ্রঘোষিত মহানগর কমিটির সাধারণ সম্পাদক; শাহজালাল দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা শায়খ আসজাদ আহমদ, কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি রশিদ আহমদ ও মাওলানা নিয়ামাতুল্লাহ খাসদবিরী এবং সহ-অর্থসম্পাদক মুফতি কয়েস আহমদ প্রমুখ।