মৎস্য অফিসে কর্মচারীর ঝুলন্ত লা শ

কওমি কণ্ঠ রিপোর্টার, সুনামগঞ্জ :

সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা মৎস্য অফিসের ভেতর থেকে পিপলু সরকার (৩৫) নামের এক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অফিস সহকারী পদে কর্মরত ছিলেন।

সোমবার (৭ জুলাই) রাত ৮টার দিকে নিজ অফিসের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, পিপলু সরকারের স্ত্রী বিকেল ৩টা থেকে ফোন দিয়ে তাকে পাননি। পরে বিষয়টি পিপলুর এক বন্ধুকে জানান তিনি। ওই বন্ধু পিপলুর অফিসে গেলে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। 

মৎস্য কর্মকর্তা (অ.দা) সন্দীপন মজুমদার বলেন, ‘পারিবারিক কোনো কারণে পিপলু এমনটা করতে পারে।’

শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন- লাশের ময়না তদন্ত হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।