কওমি কণ্ঠ রিপোর্টার :
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের Chief Adviser GOB (Head of the Government) নামক ভেরিফাইড (অফিসিয়াল) ফেসবুক পেইজে শোভা পাচ্ছে সিলেটের মরহুম সাংবাদিক এটিএম তুরাবের রক্তাক্ত ছবি। তুরাব চব্বিশের গণ-অভ্যুত্থান চলাকালে ১৯ জুলাই পুলিশের গুলিতে নিহত হন।
রোববার (৬ জুলাই) দুপুরে Chief Adviser GOB (Head of the Government) নামক ফেসবুক পেইজে তুরাবের নিহতের দিনের ছবি দিয়ে লেখা হয়- ‘‘‘প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি’- এই ছিল হাসিনার সংবাদ সম্মেলনের ধরন। এই দমনপীড়নের মধ্যেও যারা ন্যূনতম সাংবাদিকতার চেষ্টা করতেন তাদের ওপর নেমে আসত নির্যাতনের খড়গ। যেসব কারণে জুলাই অনিবার্য হয়ে উঠেছিলো তার মধ্যে গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়াও ছিলো অন্যতম।
শিল্পী দেবাশিস চক্রবর্তী জুলাই প্রিলিউড সিরিজের ৯ থেকে ১০ নম্বর পোস্টার এঁকেছেন গণমাধ্যমের স্বাধীনতাহীনতা ও চাটুকারিতাকে থিম করে।
জুলাই ২০২৪ এর অন্যতম যোদ্ধা এই শিল্পী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এসব পোস্টার ডিজাইন করছেন। এসব পোস্টারে ফুটে উঠবে জুলাই অনিবার্য হয়ে ওঠার কারণ এবং যা ঘটেছিল জুলাইয়ে।’’