ওসমানীনগরে এনার সঙ্গে সংঘর্ষ, ইউনিকের হেল্পার নিহত

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের ওসমানীনগরের কুরুয়া বাজারের পাশে এনা ও ইউনিক পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন।  শনিবার (৫ জুলাই) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত রাজু মিয়ার (২৬) বাড়ি ফরিদপুর জেলার তারাকান্দা থানায়। তিনি ইউনিক বাসের হেল্পার ছিলেন।

দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে অন্তত দুজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান- সিলেট থেকে ছেড়ে যাওয়া ইউনিক পরিবহনের বাসের সঙ্গে ঢাকা থেকে আসা এনা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইউনিকের হেল্পারের মৃত্যু হয়।

এনা গাড়ি বেপরোয়া গতিতে ভুল পাশ থেকে এসে এ দুর্ঘটনা ঘটায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। 

দুর্ঘটনার খবর পেয়ে ফায়াস সার্ভিস, ওসমানীনগর থানাপুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশ এসে হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

দুর্ঘটনার পর কুরুয়া বাজারের দুপাশে সিলেট-ঢাকা মহাসড়কে কয়েক কিলোমিটার যানজট দেখা দেয়। সকাল সোয়া ১০টার দিকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে যানজট নিরসন করে পুলিশ।