বর্ণাঢ্য অনুষ্ঠান সফলের লক্ষ্যে যুক্তরাজ্য যুবদলের প্রস্তুতি সভা

কওমি কণ্ঠ ডেস্ক :

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার উদ্যোগে কয়েকটি কর্মসূচি বাস্তবায়নের অনুষ্ঠান আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে- এ শাখার পুর্ণাঙ্গ কমিটির সদস্যদের পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়, জুলাই-আগস্ট বিপ্লবে শহিদদের স্মরণে মোনাজাত, জোন কমিটি গঠনের জন্য সদস্য ফরম বিতরণ।

বর্ণাঢ্য এই আয়োজন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গত ২ জুলাই (বুধবার) ইস্ট লন্ডনে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।

যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবর চৌধুরীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি দেওয়ান আব্দুল বাসিত, সহসভাপতি আকতার আহমদ শাহীন, সুরমান খান, জিতু মিয়া জায়গীরদার, শাহজাহান আলম, শানুর মিয়া, আব্দুল খয়ের, মিলাদ আহমদ, মো. শাহজাহান মিয়া সেনাজ, মোফাজ্জল হোসেন মনছুর, জাকির হোসেন খান, জাকারিয়া আহমদ জাক্কু, সুলতান আহমদ ইমন, সাইফ উদ্দিন, মো. নুনু মিয়া, আবু তাহের, আব্দুল ওয়াহিদ আলমগীর, সুপান আহমদ, সহসভাপতি (রিজিওনাল জোন-২) রকিব আলী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ লায়েক মোস্তফা, যুগ্ম-সাধারণ সম্পাদক ওবায়দুল হক চৌধুরী এমাদ, নুরুল আলী রিপন, সাহেদ আহমদ, সুহেদুল হাসান, আব্দুল হামিদ খান সুমেদ, শাকিল আহমদ, রাশেদ আহমদ, জাহাঙ্গীর আলম জনি, শেখ জাহাঙ্গীর আলম, মিলাদ হোসেন রুবেল, কাজী তাজ উদ্দিন আহমদ আকমল, রাহেল আহমদ,আব্দুল কাইয়ুম, এস এম আতিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক শাহীন মিয়া, এমরান আহমদ, সহ-সাধারণ সম্পাদক (রিজিওনাল জোন-১) মো. মিলাদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক (রিজিওনাল জোন-২) গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম মামুন, সাংগঠনিক সম্পাদক (রিজিওনাল জোন-১) হাসান আহমদ, সাংগঠনিক সম্পাদক (রিজিওনাল জোন-৪) সৈয়দ মামুন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আলিফ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক (রিজিওনাল জোন-১) মো. শামসুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক (রিজিওনাল জোন-২) মো. মাছরুল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক (রিজিওনাল জোন-৩) নুরুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক (রিজিওনাল জোন-৪) আব্দুর রহমান বুলবুল, প্রচার সম্পাদক শিপন আহমদ, সহ-দফতর সম্পাদক (সহ-সাধারণ সম্পাদক পদমর্যাদা) দিলদার হোসেন সুমন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এস কে নাসির উদ্দিন, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ওয়াহিদুর রহমান আকাশ, সংস্কৃতিবিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম, সহ-সংস্কৃতিবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মিফতাহুর রহমান জাহান, ক্রীড়া সম্পাদক সাইফুর রহমান, সহ-ক্রীড়া সম্পাদক রবিন হাওলাদার এবং সহ-ধর্মবিষয়ক সম্পাদক মো. নুরুল হক প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। 

আগামী ১৪ জুলাই স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় ইস্ট লন্ডনস্থ এট্রিয়াম কনভেনশন হলে যুক্তরাজ্য যুবদল ও এর সকল জোনালের সর্বস্তরের নেতা-কর্মীবৃন্দকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।