ট্রাক-মাইক্রোবাস সং ঘ র্ষে সিলেটের দুজন নি হ ত

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় সিলেটের এক নারী ও মাইক্রোবাসচালক নিহত হয়েছেন। বুধবার (২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে শেরপুর এলাকায় নবীগঞ্জ থানাধীন মডেল বাজারে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের এক নারীর যাত্রী ও চালক নাঈম আহমদ জয় (২৭) মৃত্যুবরণ করেন। মাইক্রোবাসের বাকি যাত্রীরা আহত। শেরপুর হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। 

মৃত্যুর বিষয়টি কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক (অপারেশন) সঞ্জয় চক্রবর্তী। 

তিনি বেলা ১১টার দিকে কওমি কণ্ঠকে বলেন- এখনো তথ্য সংগ্রহ করছি। বিস্তারিত পরে বলা যাবে। আমরা হতাহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। 

এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে- নিহত নাঈম সিলেট মহানগরের সুবিদবাজার মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সদস্য। তিনি যাত্রীদের নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে নবীগঞ্জের মডেল বাজারে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে।