তারাপুর চা বাগানে তরুণের ঝুলন্ত লা শ উদ্ধার

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের এয়ারপোর্ট থানাধীন তারাপুর চা বাগানে দুর্জয় মোদী (২০) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়ছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় চা বাগানস্থ নিজ ঘরে তার দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এসময় তাকে উদ্ধার করে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্জয় মোদী (২০) তারাপুর চা বাগানের সুমন মোদীর ছেলে।

পুলিশ বলছে- প্রাথমিক তথ্যমতে এটি আত্মহত্যা। 

সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, লাশে ময়না তদন্ত হচ্ছে। আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।