কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় গৃহবধূ খুনের ঘটনা ঘটেছে। সন্দেহভাজন হিসেবে স্বামীকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।
বুধবার (১৮ জুন) বিকালে উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা বাজারের পার্শ্ববর্তী স্বপন মিয়া নামে একজনের বাড়ির পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
খুন হওয়া সাবিনা বেগম (২৮) গোলাপগঞ্জ উপজেলার সুনামপুর গ্রামের আনু মিয়ার (৩৫) স্ত্রী।
কওমি কণ্ঠকে পুলিশ জানায়, স্ত্রী সাবিনাকে নিয়ে আনু মিয়া বুধবার বেলা ১১টার দিকে সিএনজিচালিত অটোরিকশাযোগে শ্বশুরবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আনু মিয়া। কিন্তু পথিমধ্যে স্ত্রীকে খুন করে স্বপন মিয়া নামে একজনের বাড়ির সামনে পুকুরে লাশ ফেল দেন বলে ধারনা। স্থানীয়রা বিকাল ৪টার দিকে এক নারীর লাশ পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দিলে টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা কওমি কণ্ঠকে বলেন- লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধারের পরপরই আমরা অভিযান চালিয়ে স্বামীকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। লাশ ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্বামীর কাছ থেকে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।