ওসমানী হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে

কওমি কণ্ঠ রিপোর্টার :

আবাসিক হল থেকে উচ্ছেদের প্রতিবাদ, নিরাপদ-স্বাস্থ্যসম্মত ও বসবাসযোগ্য আবাসিক কক্ষ নিশ্চিতকরণসহ তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। সোমবার (১৬ জুন) সকাল থেকে তারা এ আন্দোলনে নেমেছেন।

ইন্টার্ন চিকিৎসকরা জানান, রোববার একাধিক নারী ইন্টার্ন চিকিৎসকের রুমে তাদের অনুপস্থিতিতে তালা ভেঙে জোরপূর্বক প্রবেশ করে ব্যক্তিগত জিনিসপত্র বের করে দেওয়া হয়। এদের মধ্যে একজন ইন্টার্ন চিকিৎসক অন্তঃসত্ত্বা ছিলেন, তার অবস্থা সংকটাপন্ন। 

এমন ঘটনাকে অমানবিক ও আইনবহির্ভুত উল্লেখ করে এর প্রতিবাদে সোমবার সকাল থেকে ধর্মঘটে নামেন ইন্টার্নরা।

তবে জরুরি চিকিৎসাসেবা ধর্মঘটের আওতামুক্ত বলে জানিয়েছেন তারা। 

অবিলম্বে ঘটনার পূর্ণাঙ্গ ব্যাখ্যা ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান কর্মবিরতিতে থাকা ইন্টার্ন চিকিৎসকরা।

দাবিগুলো পূরণ না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

বিকাল ৪ টায় শেষ খবর পাওয়া পর্যন্ত- আন্দোলনকারীদের সঙ্গে কর্তৃপক্ষের বৈঠক হয়েছে। এতে কর্তৃপক্ষ আবাসন ব‍্যবস্থার সমস্যা সমাধান করবেন বলে আশ্বাস দিয়েছেন।

তবে সব দাবি মেনে না নেওয়া পর্যন্ত ইন্টার্ন চিকিৎসকরা  আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।