কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের দক্ষিণ সুরমায় মোগলাবাজার থানাধীন শিববাড়ি এলাকায় ইতি দাশ নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। সোমবার (১৯ মে) সন্ধ্যায় থানাপুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
ইতি দাশ (১৬) সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার পলক গ্রামের হিরন দাশের মেয়ে। পরিবারের সঙ্গে সে শিববাড়িসংলগ্ন কিষানপুরের (সিসিকের ২৭ নং ওয়ার্ড) বাবুল মিয়ার কলোনিতে ভাড়াটিয়া থাকতো।
ওড়নার মাধ্যমে সিলিং ফেনের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ইতি।
সোমবার সন্ধ্যায় পরিবারের লোকজন তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠায়।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার মোস্তাফিজুর রহমান কওমি কণ্ঠকে বলেন- প্রাথমিকভাবে জানা গেছে, পরিবারের লোকজন শাসন করার কারণে অভিমানে ওই কিশোরী আত্মহত্যা করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।