অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি, এসএমপি কমিশনারকে শুভেচ্ছা

কওমি কণ্ঠ রিপোর্টার : 

অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি লাভ করায় সহকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পুলিশ কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম- সেবা)।

সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সোমবার (১৯ মে) বিকালে এসএমপি কমিশনারকে প্রথমে ফুলেল শুভেচ্ছা জানান সিলেট রেঞ্জের ডিআইজি  মো. মুশফেকুর রহমান। 

পরে এসএমপি’র বিভিন্ন পদমর্যাদার অফিসার ও  ফোর্স এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হয়েছেন সিলেট মেট্টোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম- সেবা)। 

গত ৮ মে সুপিরিয়র সিলেকশন বোর্ডের ১৫তম সভায় এ পদে পদোন্নতির সুপারিশ করা হয় মোট ১২ জনকে। এই সুপারিশ গত ১৭ মে অনুমোদন করেন প্রধান উপদেষ্টা। এই তালিকায় ছিলেন এসএমপি কমিশনার।