বিশ্বনাথে অসামাজিক কাজ, নারী-পুরুষ আটক

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের বিশ্বনাথে অসামাজিক কাজে জড়িত থাকায় মিরাজ আলী (২৮) ও সাইকা ইসমাল (১৮) নামের এক যুবক ও এক তরুণীকে আটক করেছে  থানাপুলিশ।

শনিবার দিবাগত (১৮ মে) রাতে বিশ্বনাথ পুরানবাজারস্থ আল-হেরা মার্কেটের পিছনে হিন্দুপাড়া থেকে তাদেরকে আটক করা হয়।

আটক মিরাজ আলী সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার আসামপুর (পাঁচগাও) গ্রামের আনিছ আলীর ছেলে। বর্তমানে বিশ্বনাথ হিন্দুপাড়ার মবশ্বর আলীর কলোনিতে থাকেন।

আর সাইকা ইসলাম হচ্ছে নরসিংদী জেলার মনোহরদী থানার কাদিপুর গ্রামের মফিজ আলীর মেয়ে।

পুলিশ জানায়, মিরাজ ওই তরুণীকে সিলেট নিয়ে যান তার ঘরে। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে দুজনকে আটক করে।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান- আটক দুজনকে আজ (রোববার) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।