কওমি কণ্ঠ রিপোর্টার :
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও প্রায় ৬৫ লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্যসহ একজনকে আটক করা হয়েছে।
বিজিবি ১৯ ব্যাটালিয়নের টহল টিম এসব অভিযান চালায়।
বিজিবি ১৯ ব্যাটালিয়নের সহকারী পরিচালক এক বিজ্ঞপ্তিতে জানান, রোববার (১৮ মে) ভোরে বিজিবি ১৯ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার লোহারমহল বিওপি’র একটি টহল দল বেগুড় এলাকায় অভিযান পরিচালনা করে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করে। এসময় একজন চোরাকারবারি পালিয়ে যায়।
এছাড়া শনি ও রোববার জৈন্তাপুর, সুরাইঘাট এবং লালাখাল বিওপি’র পৃথক টহল টিম জৈন্তাপুর এবং কানাইঘাট উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬৪ লাখ ৩৬ হাজার ৭৪০ টাকার ভারতীয় মহিষ, মদ ও তামাকজাত দ্রব্য জব্দ করে।