সিলেটে দুই ‘খু নি’ র‍‍্যাবের জালে

কওমি কণ্ঠ রিপোর্টার :

সুনামগঞ্জের ছাতকের দিঘলী বেরাজপুর এলাকার সোনাফর আলী হত্যা মামলার ২ জন আসামিকে সিলেট থেকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯। 

তাদের একটি টিম শুক্রবার (১৬ মে) বিকালে সিলেটের জালালাবাদ থানাধীন তেমুখী পয়েন্ট থেকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃতরা হলেন-  দিঘলী বেরাজপুর ছইফ উদ্দিনের ছেলে জাকির হোসেন (২৫) ও ময়না মিয়ার ছেলে তাজ উদ্দিন (৩৫)। 

র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান- ১২ মে সন্ধ্যায় সুনামগঞ্জ জেলার ছাতকের দিঘলী বেরাজপুর এলাকায় বৈদ্যুতিক লাইনের সংযোগ নিয়ে দুপক্ষের ঝগড়া হয়। পরবর্তীতে গ্রামের মুরুব্বিরা বিষয়টি নিষ্পত্তি করতে বসলে দুপক্ষের মধ্যে ফের উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে সোনাফর আলীকে প্রতিপক্ষরা কাঠের বর্গা এবং লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে গুরুরতর আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে নিহতের ছেলে বাদী হয়ে সুনামগঞ্জ জেলার ছাতক থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশের পাশাপাশি অভিযুক্তদের ধরতে মাঠে নামে র‍‍্যাবও। একপর্যায়ে এ মামলার দুই অন্যতম আসামিকে গ্রেফতারে তারা।

এ মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার।