কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের বালাগঞ্জে মারামারিতে যুবলীগ নেতার মৃত্যুর ঘটনায় ৩ দিনেও মামলা দায়ের করা হয়নি, আটকও হননি কেউ।
তবে পুলিশ বলছে- মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় এজাহার দাখিল করবেন নিহতের পরিবার, চলছে মামলার প্রস্তুতি।
শনিবার (১০ মে) বিকেলে সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের বড়ভাঙ্গা নদীর খেয়াঘাটে বাস চালকের সাথে বাকবিতন্ডার জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবলীগন নেতা লয়লুছ মিয়া (৫০) পরদিন রাত ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে মারা যান।
তিনি বালাগঞ্জ সদর ইউনিয়নের শিরিয়া গ্রামের ময়না মিয়ার ছেলে এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বালাগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের শিরিয়া গ্রামের কমিল উল্লার ছেলে সুমন মিয়া শনিবার বিকেলে বালাগঞ্জগামী একটি যাত্রীবাহি বাস থামানোর জন্য হাতের ইশারা করেন। কিন্তু বাসটি এ সময় না থামিয়ে বড়ভাঙ্গা নদীর খেয়াঘাট স্ট্যান্ডে নিয়ে যান। পরে সুমন মিয়া বাস স্ট্যান্ডে এসে বাসের চালকের কাছে বাস দাঁড় না করার কারণ জানতে চানতে চাইলে দুজনের মাঝে বাকবিতন্ডা শুরু হয়।
এক পর্যায়ে লয়লুছ মিয়ার ভাই খেয়াঘাট বাস স্ট্যান্ডের ম্যানেজার মানিক মিয়া বাস চালকের পক্ষ নিয়ে সুমনের সাথে ঝগড়ায় লিপ্ত হন। পরে খেয়াপার হয়ে ডাকবাংলার সামনে এসে সুমন ও তার পক্ষের লোকজনের সাথে ম্যানেজার মানিক মিয়ার লোকজনের সংঘর্ষ শুরু হয়। এসময় ভাইয়ের পক্ষ ধরে সংঘর্ষে জড়িয়ে পড়েন যুবলীগ নেতা লয়লুছ মিয়া। এ সংঘর্ষের লয়লুছ মিয়াসহ ৬ জন আহত হন। এর মধ্য গুরুতর অবস্থায় লয়লুছ মিয়াকে প্রথমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১০টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন লয়লুছ মিয়া।
এদিকে, লয়লুছের মৃত্যুর খবর পেয়ে তার স্বজনরা প্রতিপক্ষ সুমন মিয়ার পক্ষের ইউনুস মিয়ার বসতঘরে অগ্নিসংযোগ করেন। এতে ইউনুসের আধাপাকা ঘর ও আসবাবপত্র এবং ৪টি ছাগলসহ ধান, হাস ও মোরগ সব আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন ভূইয়া মঙ্গলবার বিকালে কওমি কণ্ঠকে জানান- এখন পর্যন্ত মামলা হয়নি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে সন্ধ্যায় এজাহার নিয়ে আসবেন বলে জানিয়েছেন।
এ ঘটনায় এখনো কেউ আটক নেই বলে কওমি কণ্ঠকে জানিয়েছেন ওসি।