কওমি কণ্ঠ রিপোর্টার :
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ভর্তিসহ সব শিক্ষাকার্যক্রম বন্ধের কোনো নির্দেশনা নেই, বরং ভর্তিসহ সব শিক্ষাকার্যক্রম বিশ্ববিদ্যালয়ে চলমান আছে- এমনটি জানিয়েছেন কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৬ মে) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারা জানায়- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির বিষয়ে সুস্পষ্ট জানিয়েছেন- ‘যেসব বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস স্থাপনের উদ্যোগ আছে, তাদের কিছুটা সময় দেওয়া হবে। আর যারা নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার উদ্যোগই নেয়নি, তাদের বিরূদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে আমরা এমন কোনো সিদ্ধান্ত নেব না-যাতে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়।’
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ বলছে- তাদের নিজস্ব ক্যাম্পাস স্থাপনের উদ্যোগ যথাসময়ে নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্থায়ী ক্যাম্পাস স্থাপনের কার্যক্রম চলমান- যা শিক্ষামন্ত্রণালয় ও ইউজিসি সম্পূর্ণ অবগত। দ্রুততম সময়ের মধ্যে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ তার নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে শিক্ষাকার্যক্রম শুরু করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।