বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’

কওমি কণ্ঠ ডেস্ক :

আওয়ামী সরকার আমলের বহুল আলোচিত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) ইনামুল হক সাগর।

পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল ইন্টারপোল এই রেড নোটিশ জারি করে। দুদকের আবেদনের ভিত্তিতে ঢাকার একটি আদালত রেড নোটিশ জারির নির্দেশ দিলে পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ইন্টারপোলের কাছে আবেদন করে। এরপরই এই পদক্ষেপ নেয়া হয়।

ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা জানান, বেনজীর আহমেদ বর্তমানে সপরিবারে পলাতক রয়েছেন। তার অবস্থান এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে রেড নোটিশ জারির পর তাকে চিহ্নিত ও দেশে ফিরিয়ে আনার কাজ আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ইন্টারপোল ইতোমধ্যেই বাংলাদেশ পুলিশকে ই-মেইলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে, যদিও তা এখনো ইন্টারপোলের ওয়েবসাইটে প্রকাশিত হয়নি।

প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষস্থানীয় ১১ জন নেতার বিরুদ্ধেও রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। ইতোমধ্যে এই বিষয়ে ইন্টারপোলের সঙ্গে তিন ধাপে যোগাযোগ এবং একটি ভার্চুয়াল বৈঠক হয়েছে বলে জানা গেছে।