গোলাপগঞ্জে ছাত্র জমিয়তের ঈদ উপহার বিতরণ

সিলেটের গোলাপগঞ্জে ছাত্র জমিয়তের উদ্যোগে অসহায় শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রোববার (৩০ মার্চ) গোলাপগঞ্জ পৌরশহরের অভিজাত একটি রেস্টুরেন্টের হলরুমে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকল শহীদ স্মরণে আলোচনা সভা ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র জমিয়ত গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শাখার সভাপতি আব্দুস সালাম। 

শাখার সাধারণ সম্পাদক নাঈম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সহ-সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহ-সাধারণ মাও. ফয়সল আহমদ, সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক মাও. হাসান বিন ফাহিম, সাবেক ছাত্রনেতা মাও. আব্দুর রব, মাও. সাইফুল ইসলাম তারেক, হাফিজ আখতার হুসাইন এবং সিলেট জেলা দক্ষিণ ছাত্র জমিয়তের অর্থ সম্পাদক শেখ আব্দুল্লাহ উসামা। 

প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা আমিনুল ইসলাম।

বিশেষ বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা দক্ষিণ ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ছাত্রনেতা মাহমুদুল হাসান নোমান।

বক্তারা বলেন- '৭১ সালের স্বাধীনতা যুদ্ধ ছিলো দেশকে পাক জালিমদের থেকে মুক্ত করার জন্য। আর '২৪ এর আন্দোলন হয়েছে দেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করার জন্য। তাই '২৪ কে কোনোভাবে খাটো করে দেখার সুযোগ নেই। বরং ইহাও একটি স্বাধীনতা। এই দেশকে মুক্ত করতে দেশের আপামর জনতার রক্তের বিনিময়ে দুইবার স্বাধীন করতে হয়েছে। সময় এসেছে দেশ গঠনের। আমরা দেশকে গঠন করতে চাই। ভবিষ্যত প্রজন্মের জন্য একটি শান্তির দেশ উপহার দেওয়ার। যেন আমাদের পরবর্তী প্রজন্ম দেশের তরে আর রক্ত না ঝরায়।

অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সিনিয়র সহ-সভাপতি আবু সালেহ উসমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম আহমদ, সহ-সাধারণ নাসির আহমদ,  অর্থ সম্পাদক এমদাদুল কবীর এমাদ, প্রচার সম্পাদক খোবায়েব আহমদ, কওমি মাদ্রাসা বিষয়ক সম্পাদক ইমাদ রায়হান, পাঠাগার সম্পাদক মেহরাব আহমদ চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।