খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার ও দোয়া

সিলেটের খাসদবীর দারুস সালাম মাদ্রাসায় ৩ শতাধিক মাদ্রাসা ছাত্রদের নিয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। 

মঙ্গলবার (২৫ মার্চ) খাসদবীর দারুসসালাম মাদ্রাসায় ৩ শতাধিক মাদ্রাসায় মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ মাসুকের উদ্যোগে এই আয়োজন করা হয়। 

এতে অংশগ্রহণ করেন বিএনপির নেতাকর্মী ও মাদ্রাসার ৩ শতাধিক ছাত্র।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ মাসুক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লুতফুর রহমান,মঈনুল ইসলাম, আব্দুস শহীদ,আমিন আহমদ, লিটন আহমদ, মঞ্জুরুল করিম তুহিন,রহিম আহমেদ, নাজির আহমেদ ,সাহেল আহমেদ নয়ন,টিটু,সালাহ উদ্দিন, দিপক আহমেদ। প্রমুখ

ইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়ন ও গণতন্ত্রের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের জন্য কাজ করতে হবে। 

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন খাসদবীর দারুসসালাম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবীরি।