এস‌এমপি ডিবি’র নতুন ডিসি রিয়াজুল, এডিসি মাঈনুল

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হিসেবে উপ-কমিশনার মো. রিয়াজুল কবির (পিএসসি)-কে পদায়ন করা হয়েছে।

তিনি ২৭ তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন কর্মকর্তা। সিলেটে পদায়নের আগে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত ছিলেন তিনি। 

অপরদিকে, এসএমপি ডিবি’র এডিসি (অতিরিক্ত উপ-কমিশনার) হিসেবে পুলিশ সুপার পর্যমর্যাদার আহমাদ মাঈনুল হাসানকে পদায়ন করা হয়েছে। তিনি ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি পটুয়াখালী জেলাপুলিশে কর্মরত ছিলেন।

এসব তথ্য এক বার্তায় জানিয়েছেন এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।