এনসিপিতে ‘স ম কা মী যুবক’, ক্ষুব্ধ হাসনাত-সারজিস!

কওমি কণ্ঠ রিপোর্টার :

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন- ‘রাজনীতির আগেও আমার পরিচয়, আমি একজন মুসলমান। আমি আমার এই পরিচয় ধারণ করি, সবসময় করেই যাবো।’

৩ ঘণ্টা আগে তিনি তাঁর ফেসবুকে এ মন্তব্য করেন। তিনি লিখেন- ‘রাজনীতির আগেও আমার পরিচয়, আমি একজন মুসলমান। আমি আমার এই পরিচয় ধারণ করি, সবসময় করেই যাবো। আমার বিশ্বাসকে কিংবা আমার দেশের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনো রাজনীতি আমি কখনও করবো না। স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনও জায়গা পাবে না। যা হয়েছে, সেটা ছিলো একটি অনিচ্ছাকৃত ভুল। আমরা নির্ভুল নই। কোনো ভুল করলে আপনারা আমাদের নিজের ভাই মনে করে ভুল ধরিয়ে দেবেন, এবং 'যদি', ‘কিন্তু’, 'অথবা' ব্যাতিত আমরা আমাদের ভুল সংশোধন করে নিবো।’

তবে এ লেখার বিষয়বস্তু তিনি পরিস্কার করেননি। 

তবে তাঁর স্ট্যাটাসের মন্তব্যঘরে অনেকই লিখছেন- তাদের নতুন দলে সমকামিকায় অভিযুক্ত এক যুবককে রাখা হয়েছে, সে বিষয়েই বলছেন হাসনাত আব্দুল্লাহ।

অপরদিকে, দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও বলেছেন- রাজনীতির আগে আমার পরিচয়, আমি একজন মুসলমান আমি আমার এই পরিচয় ধারণ করি, সবসময় করেই যাবো।

নতুন এই দলের আহ্বায়ক কমিটিতে সমকামী পুরুষ মুনতাসিসের যুগ্ম সদস্য সচিব পদে জায়গা পাওয়ার বিষয়টি জানাজানি হওয়ার পর তীব্র সমালোচনার জন্ম দেয়। পরে শনিবার (১ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বার্তায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলমও হাসনাত আব্দুল্লাহ-এর মতো একই স্ট্যাটাস দিয়েছেন ফেসুবকে।